রাবিতে বর্ষবরণ উৎসবে ব্যতিক্রমী বন্যপ্রাণীর আলোকচিত্র প্রদর্শনী


সুব্রত গাইন, রাবি:

রোববার (১৪ এপ্রিল) ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গেই পহেলা বৈশাখের আমেজ ছড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস জুড়ে। সবাই হাসি, গান, গল্প-আড্ডায় মগ্ন। বর্ষবরণ করতে কমতি ছিলো না কেনো কিছুরই। তবে এসব কিছুর মধ্যে ব্যতিক্রমধর্মী ছিল পাখি ও বন্যপ্রাণীর আলোকচিত্র প্রদর্শনী। বৈশাখকে বরণ করে নিতে ক্যাম্পাসের জঙ্গল জিনোম চত্বরে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী।

দূর-দুরান্ত থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গন। ক্যাম্পাস জুড়ে অনুষ্ঠানের মহড়া থাকলেও সবার নজর কাড়ে ভিন্নধর্মী এই আয়োজন।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ইকোট্যুরিজম রিসার্চ গ্রুপ এবং বার্ড কনভারজেশন ক্লাবের আয়োজনে পহেলা বৈশাখে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এ বছর ষষ্ঠবারের মতো তারা এ প্রদর্শনীর আয়োজন করে। এতে বিভাগের ও ক্যাম্পাসের বাইরের কিছু শিক্ষার্থীদের ৫৮টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

প্রদর্শনী দেখতে আসা নাজমুল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাসই উৎসবে মেতে ওঠে। তবে বর্ষবরণে গান-বাজনার পাশাপাশি এ ধরনের প্রদর্শনী অনুষ্ঠান ব্যতিক্রমই বলা যায়। প্রদর্শনীতে আকর্ষণীয় বেশ কয়েকটি ছবি স্থান পেয়েছে। যা সত্যিই খুব মনমুগ্ধকর। খুবই উপভোগ করছি।’

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রদর্শনীর সম্বন্বয়ক ড. আমিনুজ্জামান এম এস রেজা বলেন, ‘বাংলা ১৪২১ সন থেকে আমরা একই স্থানে পহেলা বৈশাখ উপলক্ষে পাখি ও বন্যপ্রাণির আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছি। রাজশাহী এবং রাজশাহীর বাইরের বিভিন্ন এলাকার পাখির ছবি নিয়ে এই প্রদর্শনী হয়। শিক্ষার্থীদের পাখি পরিচিতি এবং তাদের প্রতি মমত্ব সৃষ্টির উদ্দেশে এটা করা।’

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জানার বাইরে অনেক বন্যপ্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণা নেই। আজকের দিনে বেশির ভাগ শিক্ষার্থী ঘুরতে আসার উদ্দেশে ক্যাম্পাসে আসলে আগ্রহ নিয়ে তারা প্রদর্শনী দেখে। এতে করে তারা বৈশাখ উদযাপনের সঙ্গে সঙ্গে পাখি ও বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে ধারণা পাবে।’


শর্টলিংকঃ