রাবি উপাচার্যসহ তিন জনের বিরুদ্ধে সেই শিক্ষকের মামলা


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলা দায়ের করেছেন আইন বিভাগের শিক্ষক ড. শাহরিয়ার পারভেজ। বৃহস্পতিবার (০২ মে) বিকেলে রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। এর আগে গত ২১ এপ্রিল জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিভাগে সভাপতি নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন তিনি।

রাবি উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের নয়া সভাপতি। ছবি: সংগৃহিত

মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এম.এ বারী ও আইন বিভাগের সহযোগি অধ্যাপক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের সদ্য নিয়োগকৃত সভাপতি ড. রফিকুল ইসলাম। তবে মামলায় ড. এম.এ বারীকে ব্যক্তি হিসেবে ও রেজিস্ট্রার হিসেবে দুইবার আসামি করা হয়েছে।

আদালতের বিচারক মো. মনিরুজ্জামান মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। সমনে আসামিদের আগামী ২৭ জুন নিজে অথবা স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট নূর-এ-কামরুজ্জামান বলেন, আাসামিদের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ-৩৯ বিধি ২(৩) এর বিধান ও অত্র আইনের ১৫১ ধারা অনুযায়ী অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রাবিতে সভাপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন: মামলা

তিনি জানান, গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়েল আইন ও ভূমি প্রশাসন বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘণ করে সভাপতি হিসেবে ওই বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহরিয়ার পারভেজকে বাদ দিয়ে আইন বিভাগের একজন সহযোগি অধ্যাপককে নিয়োগ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অবৈধ ও বেআইনি মর্মে ঘোষণা চেয়ে ড. শাহরিয়ার পারভেজ রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত ২৪ এপ্রিল অন্তঃর্বতীকালীন সময়ের জন্য নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে আদালতের নির্দেশ অমান্য করে ড. রফিকুল বিভাগে সভাপতি হিসেবে যোগদান করেন এবং বিবাদীরা অবৈধ ও বেআইনিভাবে তাকে বিভাগের সভাপতি হিসেবে যোগদানে সহযোগিতা করেন। এরই প্রেক্ষিতে উপাচার্য্যসহ চারজনকে আদালত অবমাননার আসামি করে মামলা দায়ের করা হয়।


শর্টলিংকঃ