রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ওয়াকিটকি সেট প্রদান


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম ও নাগরিক সেবা কার্যক্রম গতিশীলকরণ এবং সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য কর্মকর্তা-কর্মচারীদের ওয়াকিটকি সেট প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে ১৫টি ওয়াকিটকি সেট বিতরণ করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

এ সময় উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতোপূর্বেও সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের প্রদান করা ৪৮টি ওয়াকিটকি সেট সচল রয়েছে। এর সাথে যোগ হলো আরো ১৫টি ওয়াকিটকি সেট।


শর্টলিংকঃ