লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপ খাদে পড়ে ৩ শ্রমিক নিহত


লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় (মুক্তিগঞ্জ) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০) উপজেলার শমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিরনগর গ্রামের মফিজ (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়ারাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠেন। ঘটনাস্থল পৌঁছালে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. কাওসারুজ্জামান বলেন, দুর্ঘটনায় সৈয়দ আহম্মদ, আবদুল নূর, বাবুল, নজির, আবুল বাসার, রবিন, ইয়াসিন ও আবুল হোসেনসহ অন্তত ১২ জন আহত হন। আহতরা আবিরনগর ও শমসেরাবাদ এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


শর্টলিংকঃ