শিবগঞ্জে ইটের ভেতর ফেনসিডিল পাচার : আটক ২


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ইটভর্তি ট্রলি হতে ৪’শ ৭৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার সকালে শিবগঞ্জ-গোমস্তাপুরগামী সড়কের মিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা।

আটককৃতরা হল-রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার ছয়ঘাঁটা গ্রামের মো. আইনু্িদ্দনের ছেলে মো. শহিদ (৩৫) ও একই উপজেলার টালধারি গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প হতে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে শিবগঞ্জ হতে গোমস্তাপুরগামী সড়কে ইটভর্তি ১টি ট্রলিতে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে গোদাগাড়ী যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের জনৈক ইব্রাহিম হোসেনের বাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রলিসহ তাদের আটক করে। এসময় ইটের নীচে ৩টি বস্তায় থাকা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


শর্টলিংকঃ