শিবগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা


নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর এলাকার একটি পুকুর হতে ফেরদৌসি বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

নিহত ফেরদৌসি বেগমের বড় ভাই সফিকুল ইসলাম জানান,শনিবার দুপুরে ফেরদৌসির শশুর বাড়ী হতে খবর দেয়া হয় সে নিখোঁজ রয়েছে। এর পর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ রোববার সকালে একই এলাকার একটি পুকুরে মরদেহ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও বলেন,আমার বোনের কাছে প্রায় সময় কারনে অকারনে টাকা দাবি করত ভগ্নিপতি শহিদুল ইসলাম। এনিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। ধারনা করা হচ্ছে টাকা না পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মো.শামসুল আলম শাহ জানান,হত্যার বিষয়ে থানায় কেও অভিযোগ করেনি,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


শর্টলিংকঃ