শিবগঞ্জে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ বিষয়ক কনফারেন্স


শিবগঞ্জ প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ বিষয়ক শীর্ষক এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য ছিলেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আবদুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, প্রবীণ সম্প্রসারন কর্মকর্তা এমদাদুল বারী, রাজশাহীর উপপরিচালক আতিকুর রহমান, সহকারী পরিচালক আরিফ আহমেদ ও ভোলাহাটের সহকারী পরিচালক কাজি মাসুদসহ অন্যরা।

কনফারেন্সে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষে চাষীদের উদ্বুদ্ধকরণে ফলসূত্রি আলোচনা করা হয়। এছাড়া ঐতিহ্যবাহী রেশম অন্যরা। কনফারেন্সে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষে চাষীদের উদ্বুদ্ধকরণে ফলসূত্রি আলোচনা করা হয়। এছাড়া ঐতিহ্যবাহী রেশম শিল্পকে টিকিয়ে রাখতে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়।


শর্টলিংকঃ