রাবি শিক্ষক অধ্যাপক আকরাম হোসেন আর নেই


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আকরাম হোসেন (৫৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি,,,,,রাজিউন)। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন থেকে তিনি ডায়বেটিস, প্রেসার ও কিডনি রোগে ভুগছিলেন।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে অধ্যাপকের মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁয় নিয়ে যাওয়া হয়। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে অধ্যাপক আকরাম হোসেনের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহান, দুই প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ অন্যান্য কর্মকতাবৃন্দ শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা মৃতের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


শর্টলিংকঃ