সবচেয়ে বড়ো ভুল


সবচেয়ে বড়ো ভুল

হাফিজ বিন রহমান

যদি ভালোবাসার দাম না থাকে
বড়ো হয় ছোটো ভুল,
তবে কাঁটা ভরা গাছ না দেখে
দেখো যে লাল শিমুল।
প্রিয় এটাই তোমার এই জীবনের
সবচেয়ে বড়ো ভুল ।

যখন রাত্রি শেষে আঁধার কেটে
জাগে চাঁদের আলো,
তখন যৌবনেতে জোয়ার ওঠে
জীবন লাগে ভালো ।
প্রিয় কেনো খোঁজো চাঁদ কলংক
দাও জীবনের মাশুল ।।

দেখো ছোট্ট জীবন একটু সময়
দাও না প্রেমের আলো,
আঁকো স্মৃতি রেখা, মানব মনে
সুখের প্রদীপ জ্বালো।
দেখো ভাঙছে হৃদয় জল তবুও
ছাড়ে না নদীর কূল।।


শর্টলিংকঃ