হাসিনা-মোদির বৈঠকে চালু হবে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ


ইউএনভি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)। দুই সরকার প্রধানের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কোনও পক্ষ স্পষ্ট কিছু জানায়নি।

তবে, এদিন চিলাহা‌টি- হল‌দিবাড়ী ‌রেলপথ চালু হ‌চ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম। তথ‌্য অফিসার জানান, দুই প্রধানমন্ত্রী ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে এই রুট উদ্বোধন কর‌বেন। এই উদ্বোধন উপল‌ক্ষে সব প্রস্তু‌তি শেষ করা হ‌য়ে‌ছে।

উল্লেখ‌্য, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত রেল লিংক বন্ধ হওয়ায় দুই দেশের বিশাল জনগোষ্ঠী রেলওয়ে সেবাবঞ্চিত হয়। এ প্রক‌ল্পের অনুমোদিত ব্যয় ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা। বাস্তবায়নকাল ২০১৮ সালের ১ আগস্ট থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি।


শর্টলিংকঃ