২১ মামলার আসামি বিএনপি নেতা চাঁদ জামিনে মুক্ত 


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ

নাশকতাসহ ২১ মামলার আসামি বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। চাঁদের ব্যক্তিগত সহকারি জালাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

রাজশাহী কারাগারে আটক থাকা অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসন (চারঘাট-বাঘা) থেকে বিএনপির প্রার্থী ছিলেন আবু সাইদ চাঁদ। নির্বাচনে অংশ নিতে চারঘাট উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে এর পরও আইনগত জটিলতার কারণে মনোনয়নপত্র যাচাই বাছাইয়েরর দিন তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার।

পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। কিন্তু পরে সুপ্রিম কোর্ট থেকে আবারও আবু সাঈদ চাঁদের প্রার্থিতা স্থগিত করা হয়। তার নামে বর্তমানে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টিতে তিনি জামিনে ছিলেন। অবশেষে বাকি দুইটি মামলায় জামিন পাওয়ার পর বুধবার কারাগার থেকে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপেজলা সভাপতি আবু সাঈদ চাঁদ।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে পুলিশ।#


শর্টলিংকঃ