২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ইইউ


ইউএনভি ডেস্ক:
সামাজিক সুরক্ষা খাতে সংস্কার কার্যক্রমে অনুদান হিসেবে বাংলাদেশকে ২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ইইউ

দারিদ্র্য ও চরম অসমতা দূরীকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানানোর জন্য এই অনুদান দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাস্তবায়নে বাজেট সহায়তা দেয়ার জন্য গত বছরের জুনে বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এটিই ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহায়তা।

এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে জাতীয় সামাজিক সুরক্ষা প্রক্রিয়া বাড়ানোর জন্য ইইউ সহযোগিতা করতে তৈরি আছে।


শর্টলিংকঃ