অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই নৃত্যশিল্পীকে দলবেঁধে শ্লীলতাহানি


নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে বৈশাখী অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে দুই নারী নৃত্য শিল্পীকে শ্লীলতাহানির  অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত রাতে এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই নারী শিল্পীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।  এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে । তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর সদরের রৈপাড়া আরএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৈশাখী অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রাজশাহী শহর ও নাটোর সদর থেকে দুই নারী নৃত্য শিল্পী আসেন।অনুষ্ঠান শেষ করে রাত সাড়ে ১০টার দিকে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিল ওই দুই নৃত্য শিল্পী।

এসময়  পালি ও বাঁশপুকুরিয়া গ্রামের মাঝখানে স্থানীয় ১০/১২ জন যুবক মাইক্রোবাসের পথরোধ করে ওই দুই শিল্পীকে মাইক্রোবাস থেকে নামিয়ে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এরপরে  দু’জনকেই দলবেঁধে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

তবে এসময়  স্থানীয় লোকজন  টের পেয়ে এগিয়ে গেলে ওই যুবকরা পালিয়ে যায়। পরে  দুই  শিল্পীকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন স্থানীয়রা।

স্বাস্থ্য কেন্দ্রের রোগী ভর্তির রেজিস্ট্রার দেখে জানা গেছে, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটেওই দুই নারী শিল্পীকে ভর্তি দেখানো হয়েছে। ভর্তির সময় দুই নারী শিল্পীর অভিভাবক হিসেবে তামিম ও সামি নামের দুই যুবকের নাম লেখা রয়েছে। তবে তাদের মোবাইল নাম্বার দেয়ার সময় নাম্বারের একটি করে ডিজিট কম লেখা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আমি থানার বাইরে আছি তাই আপাতত বিস্তারিত কিছু বলতে পারছিনা।


শর্টলিংকঃ