অল ইন ওয়ান পিসি আনলো ওয়ালটন


ইউএনভি ডেস্ক:

অল-ইন ওয়ান পিসি তৈরি করছে ওয়ালটন।দেশে নিজেদের কারখানায় প্রাথমিকভাবে ৩ মডেলের অল-ইন ওয়ান পিসি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ২১.৫ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশন স্ক্রিনের এসব পিসিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের অষ্টম এবং নবম প্রজন্মের কোরআই থ্রি এবং কোরআই ফাইভ প্রসেসর।

অল ইন ওয়ান পিসি আনলো ওয়ালটন

পিসিগুলোতে রয়েছে ৮ জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স, ২ মেগাপিক্সেল ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার।রোববার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের কারখানা পরিদর্শনে যান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সেখানে আয়োজিত অনুষ্ঠান থেকে অল-ইন ওয়ান পিসি আনার কথা জানায় ওয়ালটন। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ওয়ালটন এ দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। যাত্রাপথ ঠিক করে তাদের সেই স্বপ্নের পথে তারা এগিয়ে যাচ্ছে। তারা বিশ্ববাজারে মোবাইল ফোন, ল্যাপটপ, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স, কম্প্রেসরসহ অন্যান্য পণ্য রপ্তানি করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, রিফাহ তাসনিয়া স্বর্ণাসহ আরও অনেকেই।


শর্টলিংকঃ