আইন-আদালত নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই-তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

বিএনপির আমলে কোন আদালত স্বাধীন ছিলনা। তারা ল’ডিগ্রী ছাড়া লোক কে হাইকোটের বিচারক নিয়োগ দিয়ে তারা রাতের আধারে কোর্ট বসাতো বলে মন্তব্য করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ
তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ

তিনি বলেন,বিএনপি সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দরজায় লাথি মারা হত। নিজেদের ডিগ্রীধারী বিচারক দিয়ে মামলা চালাত।তাদের সে কথা এখনও মানুষের মনে আছে। ফলে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করার তাদের অধিকার নাই।
তিনি আরও বলেন,আজ বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমান পিরোজপুর। সেখানকার আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের অসঙ্খ্য নেতা কর্মী অপরাধের দায়ে কারাগারে রয়েছে।

আরও পড়ুন: রাবিতে পুলিশি বাধায় ছাত্রদলের কর্মসূচি পণ্ড

তিনি বলেন,বিচারক বদলির বিষয়ে ইতি মধ্যে আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়েছে।


শর্টলিংকঃ