আগমনী মার্চ


আগমনী মার্চ

মৌসুমী মম

আবার আসলো অগ্নিঝরা মার্চ
জানিয়ে আগমনী বার্তা
মনে করাতে রক্তঝরা ২৫ শে মার্চ
কত শত এলোমেলো রক্ত হয়েছে কালো
ঢাকার পিচঢালা রাজপথে
গেল নিভিয়ে আলো।

ঘুমের মাঝে ভয়ার্ত আর্তনাদ
পাশে নেই আপনজন
কাতর আছে মা বোন
শুন্যহৃদয়ে দিশেহারা মন।

আজো ভাবি আমি সধবা
হয় নি বিধবা
ছিলে না অমর
দিয়ে গেলে দেশমাতৃকার অমরত্ব।

একুশ এলে তুমি
ফুটলো পলাশ রাঙালো দেশ
এ ভূষণে আছি বেশ।


শর্টলিংকঃ