ইবিতে ঈদের ছুটির পুনর্বিন্যাস


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পবিত্র রমজান, বুদ্ধপূর্ণিমা, গ্রীষ্মকালীন অবকাশ, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যালেন্ডারে প্রদত্ত ছুটির পূনর্বিন্যাস করা হয়েছে। এতে পূর্বঘোষিত ২৫ মে’র পরিবর্র্তে ২৭ মে অফিস বন্ধ হবে।

ছুটি শেষে আগামী ১০ জুনের পরিবর্তে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ক্লাসসমূহ চালু হবে বলে জানানো হয়। রোববার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৮ মে বন্ধ থাকবে। আগামী ২৫ ও ২৬ মে অফিসসমূহ খোলা থাকবে। ২৭ মে থেকে থেকে ছুটি শুরু ১২ জুন পর্যন্ত চলবে। কিন্তু ১৩ ও ১৪ জুন সাপ্তহিক ছুটি থাকায় অফিস ও ক্লাসসমূহ ১৫ জুন থেকে চালু হবে।

ঈদের পর তিন দিন ছুটি থাকায় রমজানে দুই দিন অফিস সময় বৃদ্ধি করেছে প্রশাসন। একই সাথে বর্ধিত দুই দিনকে ঈদের পরের ছুটির সাথে যোগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস নিশ্চিত করেছে।


শর্টলিংকঃ