ঋণের কিস্তি দিতে না পেরে নারীর আত্মহত্যার চেষ্টা


মানিক হোসেন, ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ ব্যাংকের ঋণের কিস্তির টাকা দিতে না পেরে তফিরন নেছা (৩৫) নামে এক নারী ৩৫টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত সোমবার বিকেলে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ঝিঃ কলকতি গ্রামে এ ঘটনাটি ঘটে। তফিরন ওই গ্রামের আছাদুল হকের স্ত্রী। বর্তমানে সে পাবনা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।


তফিরনের মা আজেদান খাতুন জানান, আমার মেয়ে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ওর স্বামীকে দেয়। আর ওর স্বামী আছাদুল আরেকটি বিয়ে করে টাকা নিয়ে চলে গেছে সেই বউয়ের কাছে। ফলে তফিরণের পক্ষে কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সোমবার বিকেলে কিস্তির না দিতে পেরে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়।

গ্রামীণ ব্যাংকের ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক হাসিবুল ইসলাম বলেন, তফিরনের নামে ঋণ ইস্যু হলেও ওর স্বামীই কিস্তি পরিশোধ করেন। তবে সোমবারের কিস্তির টাকা পরিশোধ হয়নি। এ জন্যে আমার আদায়কারী অফিসার তফিরণকে কোনো চাপও দেয়নি।
ভাঙ্গুড়ায় ঋণের কিস্তি দিতে না পেরে নারীর আত্মহত্যার চেষ্টা!


শর্টলিংকঃ