রাবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন


বিশ্ববিদ্যালয়  প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকলেও এবার রাখা হবে না বলছে কর্তৃপক্ষ। কেন এই সুযোগ থেকে এবার আমরা বঞ্চিত হবো?’

তারা আরও বলেন, ‘প্রতি বছর নানা কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয় বার ভর্তির সুযোগ দিলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। অনেক সময় কোন কারণে পারিবারিক বিপর্যয়, অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে একজন মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারে না। ফলে তাঁর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। বরাবরের মতো দ্বিতীয় বাদ সুযোগ রাখলে তা সেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে।’

মানববন্ধন শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অর্ধশতাধিক অংশগ্রহণ করেন।


শর্টলিংকঃ