এসিডি’র বার্ষিক কর্মশালা শুরু


নিজস্ব প্রতিবেদক :

‘আমরা যে কাজগুলো করি তার মূল লক্ষ্য সামাজিক দায়বদ্ধতা। আমার দায়বদ্ধতা আপনাদের কাছে এবং আপনাদের দায়বদ্ধতা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে। আশা করছি সেই দায়বদ্ধতা থেকেই ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ 

শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসিডি’র দুই দিনব্যাপী বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (ইডি) সালীমা সারোয়ার এসব কথা বলেন।

সকাল ১০টায় এসিডি’র প্রধান কার্যালয়ের (সাগরপাড়া) হলরুমে দুই দিনব্যাপী শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এসিডির পরিচালক (প্রোগ্রাম) শারমিন সুবরিনা। এসিডি’র প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক (ফিন্যান্স) পঙ্কজ কর্মকার, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে প্রকল্প সমন্বয় মনিরুল ইসলাম পায়েল, মো. মেরাজ উদ্দীন তালুকদার, আব্দুর রাজ্জাক, মোস্তফা কামাল আব্বাস সিদ্দিকী, প্রকল্প কর্মকর্তা এস.এম আহসান উল্লাহ সরকার রিপন, এ্যাডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম, প্রোগ্রাম অফিসার মো. তুহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে দু’দিনব্যাপী কর্মশালার কার্যক্রম শুরু হয়। এরপর এসিডির কর্মকর্তা পুষ্প রাণী বিশ্বাস, সরোজ কুমার বিশ্বাস, কাইছার হামিদ এবং শ্যামলী হাসদার সূচনা সঙ্গীত পরিবেশন করেন।


শর্টলিংকঃ