জাতীয় আদিবাসী পরিষদের সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা  শুক্রবার সকাল ১১ টায় রাজশাহীর গনকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অনিল মারান্ডীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. বাবুল রবিদাস, খ্রিস্টিনা বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, অর্থ সম্পাদক সুধীর তিরকী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কী, পঞ্চগড় জেলা সভাপতি বুদুরাই হেমব্রম, নাটোর জেলা আহ্বায়ক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য  রাজকুমার শাও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমূখ।
সভায় আগামী মে মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল জেলা ও উপজেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে প্রার্থী প্রদানের সিদ্ধান্ত হয়। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকারের আন্দোলন সংগ্রাম জোরদার করার জন্য সকল নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়।

শর্টলিংকঃ