করোনাভাইরাস আতঙ্গে শ্রীলঙ্কায় হাত মেলাবেন না রুটরা


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্বে ত্রাহি ত্রাহি অবস্থা। অবশ্য ভয় না পাওয়ারও কিছু নেই। এখন পর্যন্ত তিন হাজারের ওপর মৃত্যু, নব্বই হাজার আক্রান্ত, ৬০টি দেশে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাস আতঙ্গে শ্রীলঙ্কায় হাত মেলাবেন না রুটরা

অনেক বড় বড় ইভেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এই করোনাভাইরাস আতঙ্কে। এ অবস্থার মধ্যেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে খেলতে গিয়ে যেন করোনাভাইরাস সংক্রমণ না হয়, সে সতর্কতার অংশ হিসেবে এই সফরে রুট-বাটলাররা কারও সঙ্গে হাত মেলাবেন না।

হাত মেলানোর পরিবর্তে ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাতে আলতো ঠুকে দেওয়া) করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তার মধ্যে আবার সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের কয়েকজন ফ্লু ও পাকস্থলীর পীড়ায় আক্রান্ত হয়েছিলেন। তাই সতর্কতা আরও বেড়েছে।


শর্টলিংকঃ