গোদাগাড়ীতে করোনা আক্রান্ত নারীর স্বামী ও মা নেগেটিভ


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় করোনার ভয়াল থাবা পড়লেও এতদিন গোদাগাড়ী উপজেলায় কোন করোনা রোগী ছিল না। তবে সোমবার (১ জুন ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের  ল্যাবে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ইসরাত আলম (২২) নামের এক নারীর করোনা নমুনার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব।


পারিবারিক সূত্রে জানা যায়, উক্ত রোগী পেশায় গৃহিণী, তার স্বামী ও মায়ের সাথে ঢাকার কাপতান বাজারের জয় কালী মন্দির এলাকায় বসবাস করতেন। তার স্বামী পেশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোহাম্মদ পুর ল্যাব ওয়ান হাসপাতালে পার্ট টাইম চাকুরী করেন।

গত ২৭ মে তারা স্বপরিবারে রাজশাহীতে তাদের গ্রামের বাড়ি আগমন করেন। গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের পরিবারের তিনজন সদস্যর করোনা নমুনা পরীক্ষার পর তার স্বামী কুতুবউদ্দিন ও মা রাহিমা বেগমের করোনার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তাদের পরিবারের তিনজনই সুস্থ রয়েছেন এবং বাসায় আসার পর থেকে তারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


শর্টলিংকঃ