গোদাগাড়ীতে টিভি ফ্রিজের শো-রুমে আগুন


গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে আজাদ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছেন দোকান মালিক। শুক্রবার রাতে দোকানদার নিজের ভস্মীভূত দোকানঘরের সামনে আহাজারি করছিলেন।

জানা গেছে, মার্কেটের মোট ৩০ টি দোকান ছিল। এর মধ্যে দ্বিতীয় তলায় মালিকের নিজস্ব টিভি,ফ্রিজ ইলেকট্রিক সামগ্রীর দোকান । শুক্রবার সপ্তাহিক ছুটির কারনে দোকান বন্ধ ছিল। এ সময় সেখান থেকেই ইলেকট্রিক শর্ট সার্কিট জনিত করনে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।

আজাদ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, ৩০-৪০ টি ফ্রিজ,কিছু টিভিসহ ইলেকট্রিক সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস দমকল বাহীনি আগুন নিয়ন্ত্রণে আনে।

আজাদ সুপার মার্কেটের মালিক আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সপ্তাহিক ছুটির কারণে দোকান বন্ধ ছিল। এশার নামাজ পরে হঠাৎ ধোয়া দেখতে পায় তারপর চোখের সামনেই আমার টিভি,ফ্রিজের শো-রুমটি পুড়ে ছাই হয়ে যায়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার আতাউর রহমান বলেন,ফায়ার স্টেশনের কাছাকাছি মার্কেটটি থাকার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। অনান্য দোকানে ছড়াতে পারেনি। শুধু টিভি ফ্রিজের দোকানটি পুড়েছে।


শর্টলিংকঃ