গ্যালাক্সি অ্যাপসে বাড়বে গুগলের অ্যাপ


ইউএনভি ডেস্ক:

গুগলের নিজস্ব অ্যাপগুলো স্যামসাংয়ের অ্যাপ স্টোর গ্যালাক্সি অ্যাপসেও আপলোড করা হবে। স্যামসাংয়ের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে এ পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্টটি।

গ্যালাক্সি অ্যাপসে বাড়বে গুগলের অ্যাপ

বর্তমানে স্যামসাংয়ের প্রায় দুই ডজন অ্যাপ গুগল প্লেস্টোরে আছে। অপরদিকে গুগলের কেবল দুটি অ্যাপ আছে গ্যালাক্সি অ্যাপসে।সামনের দিনগুলোতে এই সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ গুগল।এই পদক্ষেপ প্রমাণ করে হুয়াওয়ে নিষিদ্ধের পর গুগল এবং স্যামসাং দুটি কোম্পানিই ভীত।

গুগল অ্যান্ড্রয়েড নিয়ন্ত্রণ করলেও স্মার্টফোনের বাজারের ২৩ শতাংশ স্যামসাংয়ের দখলে। বাণিজ্যযুদ্ধের ব্যাপ্তি বেড়ে যদি স্যামসাংয়ের উপরেও প্রভাব আসে তাহলে গুগল ও স্যামসাং দুটি কোম্পানিই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।তাই ক্ষতি কমানোর পূর্ব সতর্কতা হিসেবে স্যামসাং নিজেদের অ্যাপস্টোরকে আরও সক্ষম করার চেষ্টা করে যাচ্ছে।

এবং গুগলও সেটিকে সমর্থন দিয়ে যাচ্ছে।বাজার বিশেষজ্ঞদের ধারনা সামনের দিনগুলোতে গুগল প্লেস্টোরের আধিপত্য ধীরে ধীরে কমে যাবে।নিজদের অ্যাপ-স্টোরকে শক্ত করার দিকে নজর দেবে স্মার্টফোন কোম্পানিগুলো। এর মধ্যে অনেকে নিজস্ব অপারেটিং সিস্টেমও তৈরি করতে পারে।


শর্টলিংকঃ