চাঁপাইয়ে কাপড়ের দাম সহনীয় রাখতে লভ্যাংশ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক,  চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বস্ত্র ও কাপড়ের মূল্য সহনীয় রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করে লভ্যাংশ নির্ধারণ
করা হয়েছে। বৃহস্পতিবার এ লভ্যাংশ নির্ধারণ করা হয়। লভ্যাংশ নির্ধারণ করে জেলা প্রশাসক, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড
ইন্ডাস্ট্রি ও জেলা বস্ত্র মালিক সমিতিকে অনুলিপি দেয়া হয়েছে।

লভ্যাংশে যেকোন কাপড়/ বস্ত্র/তৈরি পোশাকের পাইকারি ও খুচরা মূল্যের উপর দুই হাজার টাকা পর্যন্ত সব্বোর্চ ১৫ শতাংশ, ২ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত ১০ শতাংশ ও ৫ হাজার টাকার উদ্ধে হলে তাতে সব্বোর্চ ৫ শতাংশ মুনাফা নিতে পারবে।

এক্ষেত্রে প্রত্যোক বস্ত্র/ কাপড় ও তৈরি পোশাকের মালিকগন তাদের দোকানের ক্যাশ মেমো/ ইনভয়েস সংরক্ষণ করতে হবে। যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষন কর্তৃপক্ষ তা পরীক্ষা করতে পারে।

জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জানান, এসবের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ