চাঁপাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি বাঘা নিহত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের বারো ঘড়িয়ার পুলপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ বাঘা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মোহাম্মদ বাঘা

নিহত বাঘা সদর উপজেলার চুনাখালি গ্রামের মৃত শাহাবুদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে বাঘাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে সহযোগিদের ধরতে বারো ঘড়িয়ার পুলপাড়ায় অভিযানে যায় পুলিশ।

সেখানে পৌঁছলে বাঘার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে গুরতর আহত হন বাঘা।পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত পিস্তল ও গুলি

এদিকে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। বাঘার বিরুদ্ধে থানায় দু’টি হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।

বাঘা চাঁপাইনবাবগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনায় সদর থানা পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শর্টলিংকঃ