চাটমোহরে অবৈধ সুতিবাঁধ স্থাপন, নৌ- চলাচল ব্যাহত


মানিক হোসেন,ভাঙ্গুড়া(পাবনা):

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন নদ-নদী ও বিলের  উৎসমুখে অবৈধ সুতিবাঁধ স্থাপন করে অবাধে চলছে মাছ নিধন। এদিকে উপজেলা প্রশাসন  বেশ কয়েকবার সুতিবাঁধ স্থাপনে বাধা দিলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মৎস নিধনে  মেতে উঠেছে কতিপয় প্রভাবশালীরা। বাঁধ স্থাপনের ফলে ব্যাহত হচ্ছে নৌ-চলাচল।

উপজেলার চিনাভাতপুর নদীর উৎসমুখে অবৈধ সোঁতি বাঁধ স্থাপন।
উপজেলার চিনাভাতপুর নদীর উৎসমুখে অবৈধ  বাঁধ স্থাপন।

খোঁজ নিয়ে জানা গেছে,নদ-নদী ও বিল থেকে পানি নামার সময় প্রতিবছরের মতো এবারও  উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া কাটা জোলা, ডেফলচড়া, নিমাইচড়া ইউনিয়নের  করকোলা, মির্জাপুর, চিনাভাতকুর, ছাওয়ালদহসহ গুমানী ও চিকনাই নদীর বিভিন্ন স্থানে সুতি  বাঁধ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ইতোমধ্যে এসব স্থানে শতাধিক সুতি বাঁধ  স্থাপিত হয়েছে।

চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান,ইতিপূর্বেও অভিযান  পরিচালনা করে বেশকয়েকটি অবৈধ সোঁতি বাঁধ কেটে দেয়া হয়েছে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সৈকত ইসলাম  বলেন,শিগগিরই সুতি জাল অপসারণে অভিযান শুরু হবে।


শর্টলিংকঃ