শিবগঞ্জ সীমান্তে গুলিতে নিহতে’র মরদেহ ফেরত দেয়নি বিএসএফ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাদশাহ’র (২৭) মরদেহ । আট দিনেও ফেরত দেয়নি বিএসএফ। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফের গুলিতে পাঁচ দিনে ৮ বাংলাদেশি নিহত

গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিএসএফ’র গুলিতে বাদশাহ নিহত হয় । পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সীমান্ত থেকে বাদশাহ’র মরদেহ বিএসএফ শনাক্তের জন্য নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। কিন্তু এরপর থেকে বিএসএফ’র কোন সাড়া পাওয়া যায়নি।

এদিকে গত সোমবার (৭ সেপ্টেম্বর) তেলকুপি সীমান্তে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সীমান্তবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান। ৫৯ বিজিবি এডি জানান, অধিনায়ক বাদশাহ’র পরিবারের সাথে কথা বলেন ও তথ্য সংগ্রহ করেন।


শর্টলিংকঃ