টেক্সাসে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ১০


সারাদুনিয়া ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ইঞ্জিনের যাত্রীবাহিনী একটি ছোট বিমান বিধ্বস্তে দুই ক্রুসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় একটি বিমানবন্দরে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।


বিমানটি অ্যাডিশন বিমান বন্দরে থেকে সেন্ট পিটাসবার্গ যাচ্ছিল। উড্ডয়নের সময় রানওয়ের পাশে একটি ভবনের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিমানটি সম্পূর্ণ পুড়ে গেছে। গ্যারেজের ভেতরে থাকা একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, রোববার (৩০ জুন) স্থানীয় সময় বিকেলে অঙ্গরাজ্যটির আদিসন শহরে কিং এয়ার-৩৫০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হলে সেখানকার সব যাত্রীর মৃত্যু হয়। তবে মর্মান্তিক এ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। যদিও ঘটনাটি খতিয়ে দেখতে এরই মধ্যে অঞ্চলটিতে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পরিবেশিত বিভিন্ন ভিডিও ফুটেজে বিমানবন্দরের একটি ভবনের বাইরে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে দেখা যায়।


শর্টলিংকঃ