তানোরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে অপারেটরের অবহেলায় গভীর নলকুপের ঘরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম বাবুল আক্তার (৩৮) তিনি তানোর উপজেলার গাগরন্দ চকদমদমা গ্রামের চান মোহাম্মদের পুত্র।

(আজ) গতকাল সোমবার সকালে জমিতে পানি সেচ দেয়ার জন্য অপারেটরকে না পেয়ে জমিতে হাল চাষ করা অবস্থায় গভীর নলকুপ ঘরে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মৃত্যু বরন করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি কৃষকসহ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তানোর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়ে চলে আসেন। পরে বিকেল ৫টায় নামাজে জানাজা শেষে গাগরন্দ গ্রামস্থ তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ইউনিভার্সাল২৪নিউজ-কে বলেন, বিদ্যুতের তারে  জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বলেন থানায় কেউ কোন অভিযোগ না করায় থানা পুলিশের কিছু করার নাই।


শর্টলিংকঃ