তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২


ইউএনভি ডেস্ক:

একটির প্রভাব শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে আরেকটি শৈত্যপ্রবাহ। এর প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েছে। আজ বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবছর শীতের মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২

উত্তরের বিভিন্ন জেলা থেকে বণিক বার্তা প্রতিনিধিরা জানিয়েছেন, সকাল থেকে এখনো সূর্যের দেখা মেলেনি। তীব্র কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, ফলে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এবছর পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গেল দুদিন ধরে রোদের দেখা মেলে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল আবারো শৈত্যপ্রবাহ হতে পারে, এরই মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে।

তিনি আরো জানান, শৈত্যপ্রবাহের মাত্রা আরো বাড়তে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হতে পারে।


শর্টলিংকঃ