দাম কমলো অপো এফ ১১ এর


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

ঈদকে সামনে রেখে প্রিয়জনকে উপহার দিতে আয়োজনকে আরো সহজলভ্য করতে অপো তাদের নতুন বাজেট ফোন অপো এফ ১১ এর দাম কমালো ৩ হাজার টাকা কমে এই ফোন এখন পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়। যার পূর্বমূল্য ছিলো ২৭ হাজার ৯৯০ টাকা ।

যা যা থাকছে এই ফোনে:

মূলত ক্যামেরা এর উপর ফোকাস দেয়া অপো এর ডিভাইসটিও ব্যতিক্রম নয়।

ফোনটি থাকছে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম, এফ/১.৭৯ অ্যাপারচার, বল বিয়ারিং ক্লোজড লুপ ভিসিএম, ৬পি লেন্স এবং ১/২.৩ ইঞ্চি ইমেজ সেন্সর ফলে ঝকঝকে আলোতে পুরোপুরি ৪৮ মেগাপিক্সেল আলট্রা এইচডি ছবি আউটপুট দিতে সক্ষম এ ফোনটি।

অপো’র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে এতে থাকা সকল পিক্সেলের সমন্বয়ে চোখ ধাঁধানো আর ওয়াইড ডাইনামিক রেঞ্জের ছবি আউটপুট দিতে সক্ষম এফ১১।

এছাড়াও রাতের ছবি তোলার জন্যও থাকছে এই ফোনে বিশেষ সুবিধা কেননা এই ফোনটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ ব্রিলিয়ান্ট পোর্ট্রেইট ইন লো লাইট’ ।
ফোনটির ছোট্ট নচে সেলফি ক্যামেরা স্থাপন করায় এতে এতে বাধাহীনভাবেই ফুল এইচডি+ ভিডিও দেখা সম্ভব। ৯০.৯% বডি-টু-স্ক্রিন রেশিওর সাড়ে ছয় ইঞ্চির প্যানারোমিক ডিসপ্লে হলেও এর এজ থেকে এজ ডিজাইনের কারণে ফোনটিকে বাল্কি মনে হয়না।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ফোনটিতে দেয়া হয়েছে ভিওসিসি ৩.০ ফাস্ট চার্জিং টেকনোলজী ও ৪০২০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।


শর্টলিংকঃ