‘ধাতু ও জলের ডুয়েট’


চলত-ফিরতে ডেস্ক: 

ফ্রিল্যান্স শিল্পী আরহাম উল হক চৌধুরীর ‘ধাতু ও জলের ডুয়েট’ শীর্ষক ভাস্কর্য ঝরনা প্রদর্শনী ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। চলবে ৭ মার্চ পর্যন্ত। ফুলার রোড, ঢাকা, ৩ মার্চ।

‘যত্ন’ নামের এই ভাস্কর্যে রয়েছে মায়ের কোলে শিশু। এটি প্রথম করা তাঁর ঝরনার সঙ্গে মেটালের শিল্প। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

‘কুমুদিনী’ নামে প্রদর্শিত মূর্তিগুলো বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত অবশিষ্টাংশ নিয়ে তৈরি করা। আরহাম ২০০০ সাল থেকে সিআরপির সক্রিয় স্বেচ্ছাসেবক ছিলেন। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

 

শিল্পী তাঁর কাজ বর্ণনা করছেন। প্রদর্শনীতে তাঁর ১২টি ঝরনার ভাস্কর্য রয়েছে। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

এটির নাম আশীর্বাদ। সন্ধ্যার আলোতে ঝরনার সৌন্দর্য অন্য রকম। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

‘বালক ও সর্পরাজ’ নামে রয়েছে একটি মেটাল পানির ডুয়েট ঝরনা। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

শিল্পী আগত অতিথিদের দেখাচ্ছেন তাঁর শিল্পকর্ম। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

এক দেবতা, যাঁর মাথায় অনেক সাপ থাকে। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

‘অক্ষমতা’ থেকেও শক্তি ও শান্তি পাওয়া যায়, তারই ধারাবাহিকতা পাওয়া যায় প্রদর্শনী থেকে। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ

প্রদর্শনী চলবে ৭ মার্চ অবধি। ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকা, ০৩ মার্চ


শর্টলিংকঃ