নাটোরে ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক, নাটোর:
একে তো দাম নেই, তার ওপর আবার ঝড়ে শুয়ে পড়েছে ধান। হতাশায় কৃষক। কৃষকের কষ্ট সইতে না পেরে শুয়ে পড়া ধান কেটে দিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ।


২৩মে (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারি বিলের হত দরিদ্র একজন কৃষকের ২.৫ বিঘা জমির শুয়ে পড়া ধান গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন ও সাধারণ সম্পাদক সুবাশিষ কবির সুবাসের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ৩০ জন কর্মী ওই ধান কেঁটে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বপন মোল্লা, ইকবাল, সাগর, তারেক, জামিল, আলতাব, সাব্বিরসহ প্রমুখ। এসময় ছাত্রলীগ কর্মীদের উদ্দ্যেশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সব সময় হত দরিদ্রদের পাশে দাড়িয়েছি।

বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেষ্ঠা করেছি হত দরিদ্র মানুষদের সমস্যা সমাধান করার। এ ছাড়াও সরকারী হসপিটালে যে সকল গরীব অসহায় মানুষেরা চিকিৎসা পায় না তাদেরকে চিকিৎসা দেওয়ায় সহায়তা করেছি আগামীতেও করবো।


শর্টলিংকঃ