নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি যুবক নিহত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে রিচমন্ডহিল এলাকার ১৩০ স্ট্রিট ও ৯২ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাহেদ উদ্দিন (২৭)। তিনি যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে।জ্যামাইকার একটি নাইটক্লাবের সামনে ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন অবাঙালি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, নাইটক্লাবের সামনে দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

শাহেদ বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আহত দুজন পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ময়নাতদন্ত শেষে নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে শাহেদকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।


শর্টলিংকঃ