নিউজিল্যান্ডে হামলায় তিন বাংলাদেশি নিহত


ইউএনভি ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া আরও তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

হামলায় বেঁচে যাওয়া একজনকে রক্তমাখা শরীরে দেখা যায়

তবে নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ডা. সামাদ আজাদ ও হোসনা। হোসনার স্বামীর নাম ফরিদ। নিহত দুজনই ক্রাইস্টচার্চে বহু বছর ধরে বসবাস করছেন। নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ (নিউজিল্যান্ড সময় অনুযায়ী) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছেন। তবে মসজিদের বাইরেও মানুষ পড়ে আছে এবং তাদের শরীর থেকে রক্ত ঝরতে দেখেছেন তারা।

এদিকে, হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ এ তথ্য নিশ্চিত করেছেন।-সূত্র: প্রথম আলো


শর্টলিংকঃ