নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ৩


ইউএনভি ডেস্ক:

নেপালের লুকলা বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। রোববার (১৪ এপ্রিল) মাউন্ট এভারেস্টের নিকটবর্তী ওই বিমানবন্দরে গতি পরিবর্তন করার সময় ছোট একটি  বিমান দুইটি হেলিকপ্টারকে আঘাত করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিমানবন্দরটির কর্মকর্তা এমা নাথ অধিকারী জানান, Let-410 শীর্ষক ওই প্লেন দুর্ঘটনায় চালকের সহকারী ও একজন পুলিশ ঘটনাস্থলেই মারা যান। আরেকজন পুলিশ সদস্য দেশটির রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, হেলিপ্যাডে উড্ডয়নের সময় প্লেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং পাশের দু’টি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। তবে ঠিক কী কারণে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলো তা জানা যায়নি।

উল্লেখ্য, লুকলা বিমানবন্দর এভারেস্ট অঞ্চলের প্রধান প্রবেশদ্বার। অবতরণ ও উড্ডয়নের জন্য এটি বিশ্বের সবচেয়ে বেশি কঠিন বিমানবন্দর।

সূত্র: এনডিটিভি


শর্টলিংকঃ