নৌকার প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল


ইউএনভি ডেস্ক:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব।
নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে বলেন, ‌তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের ওপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে।

এর আগে বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মোস্তাফিজুরের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি ও গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


শর্টলিংকঃ