পাবনায় নকল সনদ তৈরীর অভিযোগে আটক -১


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
মোটা অংকের টাকার বিনিময়ে নকল ভোটার আই.ডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ভুয়া ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সনদ তৈরীর অভিযোগে পাবনা সদর উপজেলার আটমাইল ইসলাম গাঁতি বাজার থেকে একজনকে আটক করা হয়েছে। এসময় সীলগালা করে দেওয়া হয় একটি কম্পিউটর দোকান।


জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের নেতৃত্বে আটমাইল ইসলাম গাঁতি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এ সময় ওই বাজারের “তিনভাই কম্পিউটা এন্ড মিডিয়া সেন্টারে” অভিযান চালিয়ে বেশ কিছু নকল ভোটার আইডিকার্ড, জন্মনিবন্ধন কপি, ভুয়া সিল উদ্ধার করে দোকানে থাকা ২টা প্রিন্টার, ২টা পিসি, ১টা স্কেনার ও বিভিন্ন জালিয়াতি ডকুমেন্ট জব্দ করে দোকানটি সীলগালা করে দেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজিজুল হাকিম (৩০) নামের একজন আটক করে পুলিশে সর্পদ করা হয়। এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।


শর্টলিংকঃ