পুঠিয়া রাজবাড়ী মাঠে ১৬ তম বাংলা লোকনাট্য উৎসব


পুঠিয়ি প্রতিনিধি:

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই শ্লোগানকে সামনে রেখে ১১ মাচ বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী বাংলা লোকনাট্য উৎসব রাজশাহীর পুঠিয়া ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হচ্ছে।


বাংলা লোকনাট্য উৎসব সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারো রাজবাড়ী মাঠে ১৬ তম বাংলা লোকনাট্য উৎসব শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান চলবে তিনদিন। এ উপলক্ষে সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার বিকেলে গ্রাম্য বাংলার ঐতৈহ্যবাহী লাঠি খেলার মধ্যে দিয়ে শুরু হলেও মূল অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সন্ধ্যায় শুরু হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়া রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, সাংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইন্জিনিয়ার এনামুল হক, অ্যাড. আদিবা আনজুম মিতা, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, সংস্কৃতি ব্যাক্তিত্ব অধ্যাপক হাসান আজিজুল হক, তৌফিক হাসান ময়নাসহ অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠান মালায় থাকছে লোকনৃত্য, সঙযাত্রা, দেহতত্ত্ব, গম্ভীরা, লোকপালা, গীতিনাট্য, ও যাত্রাপালাসহ বিভিন্ন আয়োজনে অনুষ্টান মালা সাজানো হয়েছে।


শর্টলিংকঃ