পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষে চবি রণক্ষেত্র


ইউএনভি ডেস্ক:

ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশের গোয়েন্দা সংস্থার এক সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গোয়েন্দা সংস্থার ব্যবহৃত গাড়ি।

রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ও ছাত্রলীগ শাহজালাল হলের সামনে অবস্থান নিয়েছে।

এর আগে শুক্রবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগের একাংশ। এরই পরিপ্রেক্ষিতে আজ দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দেয় তারা।

একই সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীর নামে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে তাদের এই ধর্মঘটে লাঠিচার্জ ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।


শর্টলিংকঃ