বাগমারায় আইসিটি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়িত ইউআইটিআরসিই আয়োজিত আইসিটি ট্রেনিং ফর টিচার্স এর বেসিক ও হার্ডওয়ার ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে ইউআইটিআরসিই ভবনে ১৫দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, প্রশিক্ষকদের মধ্যে সালমা সুলতানা শাপলা, মোস্তাফিজুর রহমান, ইয়াদ আলী, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম।

প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ পায়ে হেটে বাগমারায় নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা। জাদুঘরে সংরক্ষিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে তৎকালীল সময়ের দুর্লভ চিত্র এবং লাইব্রেরী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে সকলে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হন।

আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের ১২ বছরের দণ্ড


শর্টলিংকঃ