বাঘায় অপহরণের ৩৭দিন পর স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় এক স্কুলছাত্রীকে অপহরণের ৩৭ দিন পর উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীর বাবা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বিনোদপুর এলাকা থেকে গ্রেফতার করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত কামরুল ইসলামরবিনোদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৫) নিজ বাড়ি থেকে গত ১১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাচ্ছিল।  সে বিনোদপুর বাজার এলাকার পৌছলে রকি আহম্মেদসহ তার ভাই রয়েল আহম্মেদ, বাবা কামরুল ইসলামের সহযোগিতায় ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায়  ওইদিনই অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পিতাকে গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, অপহরণকারীকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

 


শর্টলিংকঃ