বিপুল ব্যবধানে এগিয়ে মোদি


সারাদুনিয়া ডেস্ক :

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফল অনুসারে, বড় ব্যবধানে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে, ৫৪২ আসনের মধ্যে ৩০৯ আসনেই এগিয়ে রয়েছে এই জোট। অন্যদিকে রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১০৪ আসনে।

অন্যান্যদের মধ্যে মহাগতবন্ধন (এমজিবি) এগিয়ে রয়েছে ৩১ আসনে এবং অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে ৯৮ আসনে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর।

আজ বৃহস্পতিবার (২৩ মে) মোট ৫৪৩ আসনের মধ্যে ৫৪২ আসনের ফলাফল প্রকাশের কথা রয়েছে। তামিল নাডুর ভেলোর আসনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এনডিএ’র ৩০০ আসনের মধ্যে মোদির নিজদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে এগিয়ে রয়েছে ২৬৫ আসনে; কংগ্রেস এগিয়ে রয়েছে ৭৫ আসনে; এম কে স্ট্যালিনের দ্রাবিড় মুনেত্র কাঝঘাম এগিয়ে রয়েছে ২৩ আসনে ও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২১ আসনে।

উল্লেখ্য, সরকার গঠনের জন্য যেকোনো জোটের প্রয়োজন ২৭২ আসন।


শর্টলিংকঃ