বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তায় সশস্ত্র বাহিনী


ইউএনভি ডেস্ক:

আর মাত্র পাঁচ দিন পরেই পর্দা উঠবে ক্রিকেটের মহাযজ্ঞের ১২তম আসর। এই বিশ্বকাপে দর্শকদের উত্তেজনার শেষ নেই। তবে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন।

বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচে নিরাপত্তায় মাঠে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক ইংলিশ সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

ইন্দো-পাক ম্যাচের ভেন্যুর দর্শক ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার। তবে দুই চিরশত্রুর লড়াই প্রত্যক্ষ করার জন্য আবেদন পড়ে প্রায় ৫ লাখ।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা মোতায়েন সত্ত্বেও স্টেডিয়ামের আশপাশে লোকজনের চলাফেরা নজরদারি করা হবে।

সেই উদ্দেশ্যে ব্রিটিশ পুলিশ স্থানীয় পাকিস্তানি-ভারতীয় সম্প্রদায়ের ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে।

রাজনৈতিকভাবে চিরবৈরী ভারত-পাকিস্তানের মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করে। পাশাপাশি ইংল্যান্ডে রয়েছে বেশ কিছু পাকিস্তানি-ভারতীয় সম্প্রদায়। তাদের মধ্যেও উষ্ণতা পরিলক্ষিত হয়।


শর্টলিংকঃ