ভাঙ্গুড়ায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় সরকারিভাবে চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাছুদুর রহমান।

 উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান
উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুর ইসলাম, যুব-উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, উপজেলা চালকল মালিক সমিতির নেতা আলহাজ ফজলার রহমান ও আমির হাজীসহ স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

গুদাম কর্মকর্তা শারমিন আক্তার জানান, এই মৌসুমে উপজেলায় ১১ শত ৩২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চালের দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা।

এ লক্ষ্যে ৩৭ জন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে।


শর্টলিংকঃ