ভাবী ও ভাতিজাকে হত্যার দায় স্বীকার দেবরের


নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের কারণেই ভাবী শারমিন ও দুই বছরের ভাতিজা আব্দুল্লাহকে হত্যা করা হয়। আর হত্যার দায় স্বীকার করেছে দেবর মাহাবুল আলম মুক্তা।  আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত মাহাবুবুল আলম মুক্তা

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, নলডাঙ্গার বাশিলা উত্তরপাড়া গ্রামের পোশাক শ্রমিক মাহমুদুল ইসলাম মুন্না ঢাকায় কাজ করে।  আর তার স্ত্রী শারমিন ও দুই বছরের প্রতিবন্ধী শিশু আব্দুল্লাহ পরিবারের সঙ্গে গ্রামেই থাকতো।

নানা কারণে মুন্নার ছোট ভাই মাহাবুল আলম মুক্তার সাথে ভাবীর বিরোধ তৈরী হয়। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে মুক্তা তার ভাবী শারমিনকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং দুই বছরের ভাতিজা আব্দুল্লাহকে ডোবায়  চুবিয়ে হত্যা করে।

হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মাহাবুল আলম মুক্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  আদালতের  মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসময় প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আকরামুল ইসলাম, সদর সার্কেল আবুল হাসনাত, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।#

 


শর্টলিংকঃ