ভারতীয় শিক্ষার্থীদের বের করে দিল কানাডা (ভিডিও)


ইউএনভি ডেস্ক:

কানাডার অন্যতম শহর টরন্টো থেকে বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী বের করে দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীর প্রায় সবাই ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।গত রোববার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ওয়াই ওয়াই জেড বিমানবন্দর) এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া
ভারত থেকে আসা এসব শিক্ষার্থীদের কানাডায় আর ফিরতেই দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।এ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, এক ঝাঁক শিক্ষার্থী বিমানবন্দরের লাউঞ্জে বিক্ষিপ্ত ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজেদের ব্যাগ ও লাগেজের ওপর বসে আছে। তাদের অধিকাংশের পরনে পাঞ্জাবীয় সংস্কৃতির পোশাক ও পাগড়ি।

এদিকে স্থানীয় গণমাধ্যমকে টরন্টো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নকল আইইএলটিএস (ওঊখঞঝ) সার্টিফিকেট নিয়ে আসায়া এসব ভারতীয় শিক্ষার্থীদের টরন্টোতে প্রবেশ করতে দেয়া হয়নি। এসব শিক্ষার্থীরা এজেন্সির মাধ্যমে আইইএলটিএস জালিয়াতি করে টরন্টোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। পরে তদন্তের মাধম্যে আইইএলটিএসের এই ভূয়া সার্টিফিকেট ধরা পরে।

গত কয়েক বছর ধরে ভারত তথা বিশেষকরে দেশটির পাঞ্জাব প্রদেশ থেকে অগণিত শিক্ষার্থীরা কানাডায় আসছে। তাদের অনেকেরই ভিসা, আইইএলটিএস সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্রে নানা জটিলতা দেখা গেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে পিয়ারসন বিমান বন্দরেই কানাডার নকল ভিসায় আগত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

 


শর্টলিংকঃ