ভাষাসৈনিক ওসমান গনি আর নেই


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের ভাষা সৈনিক অ্যাডভোকেট ওসমান গণি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট সোলায়মান বিশু জানান, রোববার বাদ আসর চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে জানাজা শেষে দাফন করা হবে।

ভাষা সৈনিক অ্যাডভোকেট ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন। ছিলেন ভাষা সৈনিক আবদুলল মতিনের সহযোগী। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা।

মহান ভাষা আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে সকল ভাষা সৈনিক অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ভাষা সৈনিক।

১৯৩০ সালের ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামে জন্মগ্রহণকারী এই ভাষা সৈনিকের বাবা মৃত. আইউব আলী এবং মাতা মৃত. হাজেরা খাতুন।

নারায়নপুর থেকে প্রাইমারি ও দাদনচক হেমায়েত হাইস্কুল মাদ্রাসা থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কয়েক মাস ভারতের বর্ধমান মেডিকেল স্কুলে এরপর আদিনা ফজলুল হক কলেজে ভর্তি হন এবং ১৯৫০ সালে হাইয়ার এডুকেশন পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।


শর্টলিংকঃ